Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ধনপুর ইউনিয়ন পরিষদ

 

এক নজরে ধনপুর ইউনিয়ন পরিষদ

 

ধরপুর ইউনিয়ন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলার একটি মডেল ইউনিয়ন পরিষদ । এই ইউনিয়ন পুরিষদ ভারতের মেঘালয় সিমান্ত ঘেষে অবস্থিত । এই ইউনিয়ন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলার মধ্যে ৩নং ক্রমিকে অবস্থান করছে । এর পূর্বে রয়েছে সুলকাবাদ এবং পলাশ ইউনিয়ন পরিষদ; অতঃপর রয়েছে বাদাঘাট দঃ এবং ফতেপুর ইউনিয়ন পরিষদ । এই ইউনিয়ন পরিষদের উত্তর দিকে রয়েছে ভারতের মেঘালয়, দক্ষিণ দিকে রয়েছে পলাশ ইউনিয়ন পরিষদ, পূর্ব দিকে রয়েছে সলুকাবাদ ইউনিয়ন পরিষদ এবং পশ্চিম দিকে রয়েছে বাদাঘাট (দঃ) ইউনিয়ন পরিষদ । আবার এই পরিষদের উত্তর পশ্চিম দিকে রয়েছে বাদাঘাট (উঃ) ইউনিয়ন পরিষদ । এই ইউনিয়ন পরিষদের পূর্ব সীমানার ভিতর দিয়ে ধামালিয়া নদী বয়ে গেছে । এই ইউনিয়ন পরিষদের আয়তন ৫৮ বর্গ কিলোমিটার; ভোটার সংখ্যা ২৩,৭৯০জন; যোগাযোগ ব্যবস্থা কাঁচা-পাকা রাস্তা; যানবাহনে রয়েছে রিক্সা, মোটর সাইকেল, অটো, সি.এন.জি, লেগুনা; হাট-বাজার ১০(দশ)টি; ভূমি (আবাদী, অনাবাদী ও খাস) ১৮১০(আঠারোশত দশ) একর; জলাশয় (হাওর, বিল, নদী, পুকুর, ডুবো, নালা ও খাল) ২৬(ছাব্বিশ)টি । এই ইউনিয়ন পরিষদে ২(দুই)টি উচ্চ বিদ্যালয় রয়েছে । যার মধ্যে ১নং ওযার্ডে ১(এক)টি এবং ৪নং ওয়ার্ডে ১(এক)টি । এই ইউনিয়ন পরিষদে ১২(বার)টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে । যার মধ্যে ১১(এগারো)টি সরকারী এবং ১(এক)টি বেসরকারী রয়েছে । এই ইউনিয়ন পরিষদের মধ্যে হত-দরিদ্র যারা রয়েছে, তাদের সঞ্চয় পরিমাণ অনুর্ধ ২,০০০(দুই হাজার) টাকা, যারা ৬(ছয়) মাস ৩(তিন) বেলা খেতে পায়, আর বৃদ্ধিমুলক কর্মকান্ডে ব্যাবহৃত উপকরনের মূল্য অনুর্ধ ৫,০০০(পাঁচ হাজার) টাকা, যারা অন্যের জমিতে বসবাস করে এবং অন্যত্র কাজের উদ্দেশ্যে গমন করেন, এক কথায় ছিন্নমুল ইত্যাদি । এই ইউনিয়ন পরিষদের দরিদ্র যারা রয়েছেন, তারা ৬(ছয়)-১০(দশ) মাস ৩(তিন) বেলা খেতে পায় এবং সঞ্চয়ের পরিমাণ অনুর্ধ ১৫,০০০(পনের হাজার) টাকা, আর বৃদ্ধিমুলক কর্মকান্ডে ব্যাবহৃত উপকরনের মূল্য অনুর্ধ ২০,০০০(বিশ হাজার) টাকা । তাদেরকেও অন্যত্র কাজের উদ্দেশ্যে গমন করতে হয় । এই ইউনিয়ন পরিষদের মধ্যবিত্ত যারা রয়েছেন, তারা ১২(বার) মাস ৩(তিন) বেলা খেতে পায় এবং সঞ্চয়ের পরিমাণ অনুর্ধ ৫০,০০০(পঁঞ্চাশ হাজার) টাকা, আর বৃদ্ধিমুলক কর্মকান্ডে ব্যাবহৃত উপকরনের মূল্য অনুর্ধ ৫০,০০০(পঁঞ্চাশ হাজার) টাকা । তারা নিজেদের জমিতে বসবাস করেন, নির্দিষ্ট আয়ের উৎস আছে । তারা সামাজিক নানা সাংকৃতিক ও খেলা-দোলোর মধ্যে অংশগ্রহণ এবং মতামত প্রদান করে থাকেন ইত্যাদি । এই ইউনিয়ন পরিষদের বিত্তশালী যারা রয়েছেন, তারা সম্পদশালী, সমাজের নেতৃত্ব প্রদান করেন, সমাজের সকল স্থরে অভিগম্যতা  রয়েছে তাদের ।