বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ধনপুর ইউনিয়ন পরিষদটি অবস্থিত। বিশ্বম্ভরপুর উপজেলা সদর হইতে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরদিকে ভারতের সিমান্ত ঘেষে এই ইউনিয়নটির অবস্থান। উক্ত ইউনিয়নের দক্ষিণে পলাশ ইউনিয়ন, উত্তরে ভারতের মেঘালয়, পুর্বে সলুকাবাদ ও পলাশ ইউনিয়ন, পশ্চিমে বাদাঘাট (দঃ) ইউনিয়ন।
মানচিত্র:
আয়তন:- ৫৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা:- ৩১৪৬৬ জন।
যোগাযোগ ব্যরস্থা: কাঁচা রাস্তা,পাকা রাস্তা, রিক্সা,লেগুনা,মটরসাইকেল।
হাট বাজার: ১০টি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS